#)
প্রতি শব্দের ভিতরে আরও কিছু শব্দ থাকে
আর সেই সব শব্দের ভিতরে,                অগোছালো
কিছু ভাবনা ।
বিছানা ছেড়ে উঠে বসতেই,
                                     মড়মড়
ভেঙে পরে অস্তিত্ব।
                                    এবং
নাকানিচোবানি খাওয়া আমার দিনান্ত যাপন
স্বপ্ন ভেঙে ভেঙে উঠে যাই,               ভাবলেশহীন
কিছু আশা ।
প্রতি বাঁচার ভিতরে আরও কিছু বেঁচে থাকা থাকে
আর সেই সব বেঁচে থাকার ভিতরে,             অনর্থক
কিছু কান্না।


# )
সমান্তরাল অক্ষরেখা বরাবর কিছু দূর হেঁটে গেলে
কিছু বিরাম চিহ্ন পাবে।
ঝাউ বন ধরে হেঁটে গেলে কিছু বালির অস্তিত্ব আর
কাঁকড়া জীবন।
রেল লাইন বরাবর হেঁটে গেলে , ফিস-প্লেট আর পাথরের  
হাহুতাস।
কিছু জীবন শুধু, হেঁটে চলে
অপ্রয়োজনীয় সৌন্দর্য বিলিয়ে দিতে দিতে, অবহেলিত পাতা-বাহারি।
আমাদের অপেক্ষারা নিচু হয়ে ঝুঁকে পরে
প্রয়োজন নামক শব্দের কাছে
আমাদের প্রয়োজন উত্তর উত্তর বাড়তে থাকে, সময়ের সাথে পাল্লা দিয়ে।
...


জীবন আরও কিছুটা যেতে পারলে, জীবনের পথে
তুমিও
কিছুটা লাবণ্য পাবে ।