আদতে আমার কোন নাম নেই।
কোন সে ছেলে বেলায়  
কিছু মেঘ আমায় ডেকেছিল – উদাসীন বলে।
আমার বাউণ্ডুলে চুলে হাত বুলিয়ে শুনিয়েছিল রাত পরীর রূপকথা
দিনের পরশে কি ভাবে জেগে ওঠে রাত
আর
রাতের কোলে কি ভাবে ডুব দেয় এক একটা দিন
দু হাতে তারা খুঁজে নেয় নিঃশ্বাসের বালুচরে।
সে দিনও
আমার কোন নাম ছিলনা।
মেঘে মেঘে আমার চিবুক যখন সবুজ
তখন এক বৃষ্টি এলো। নাম দিলো – আশকারা।
অনেক গোধূলি, তার ঘ্রাণে উড়েয়ে দিই অভিমান
রোদ ধরবো বলে কেটে যায় সময়
ফেরা হয় না, উপোষী ঘর একাকী কাটায়।  
এক দিন বৃষ্টি নিলো বিদায়
কাশ ফুলের এক বুক বেদনা তবুও,
নিওন আলয় ভিজে কুয়াশা, বিন্দু শিশিরে
স্বপ্ন দেখি
বসন্ত
আদতে আমার কোন নাম নেই।
এখনো আমার কোন নাম হয়নি।