(লেখক ও উপন্যাসিক শক্তিপদ রাজগুরু প্রতি নিবেদিত)
( লেখক গতকাল ১২/০৬/২০১৪ ইহলোক ত্যাগ করেছেন )
(কবিতা নয় কিছু অনুভূতি প্রকাশ করছি )


দীর্ঘ উন্নাসিক পথ;
গল্প করে কিছু উট আর ক্যাকটাস
পাশ দিয়ে চলে যায় এক একটা দিন।
আনমনে
শূন্য কুয়োতে স্বপ্ন ভরছে ঈশ্বর।
দূরের ভাবনারা রঙিন।
রং ছড়ায়
পথিক তোমায় পথ
পথ তোমার নাম
গুনগুন, মাতায় যে পাখি
রাত জানে সে বদনাম।


তবুও দীর্ঘ পথ, গল্প শোনে
যে গল্পে মন স্বপ্ন বাঁধে
তার সাথে শীত-ঘুম, ঘুমপাড়ানি
এলোমেলো জ্যোৎস্না ভরে।
তেমনি এক গল্পে আমার ডুব
কিছু বেঁচেবর্তে থাকা আর নিঃশ্বাস বিলানো
একঘেয়েমি বসে থাকে, সন্ধ্যে নামার লক্ষে।
কোন উপলক্ষের পিছনে
জীবন এক দিন থামে; পথ প্রান্তের কোন ক্লান্তিতে।
কোন ক্লান্তি ভোলায় গল্পকার, পথ দাড়ায়
চুপ করে শোনে, ফিসফাস তখনো
বাতাস জীবনের গল্প করে ।