১) নাগরদোলা


দেহ আর দেহ
সুখ চড়ছে, নাগরদোলা
উঠছে,
নামছে ...।


সুর ধরছে। বিকেল আলো।
আপাদমস্তক নির্লজ্জতা
বলুন, এই দৃশ্য কি সহ্য হয়?
দেহ আর দেহ
ঘামের স্বাদ। নোনতা আঁধার ।


কে যেন, নিমগ্নে বোনে
মন আর , বিরহ ঘাস।


২) অমরত্ব


এখন পাশবালিশ বদল হয়
জীবন, চৌষট্টি খোপে বন্দি।
ওঠা নাম রোজকার দ্বন্দ্ব
কাগজ, খবরের আঁটে ফন্দি।
কাটাকুটি, একাকী উইনিং স্ট্রিপ
লাস্ট টাইম, দান দিই গোহারান।
চড়ছে সবুজ মাঠ আমার
ভগবান, ভঙ্গুর অমরত্ব দান ।


৩) দীর্ঘশ্বাস


এক দীর্ঘশ্বাস
পিপাসিত নগর, জানাল খুলে দেখি
ভিস্তিওয়ালা সব ফিরে গেছে
রাস্তা জুড়ে শুধু , তীব্র জ্বলন
এক মুঠো ঘামাচি বস করে, দুপুর
তোমার, মুখ ঢাকা ওড়না
ক্লান্তি লেগে যায়, হৃদয়
পথ এড়িয়ে, গলিপথ
ডান বাম
জানি, অপরাহ্ণের কৃষ্ণচূড়া নাম।
রাত নামলে, আফসোসের আনাগোনা
ঘুম শুধু, তোমায়
ভুলে থাকার ঠিকানা।