১)


যাকে সে দিন বলা হয়নি কথা গুলো
তার জন্য - একগুচ্ছ গোলাপ রাখি ফুলদানিতে
ভালবাসবো বলে, গুছিয়ে রাখি বালিশ বিছানা চাদর
পরিপাটি তেল সাবান প্রসাধন।


স্নান বিরতিতে
কিছু ঘ্রাণ তীব্র হয়
উগ্র হয় না বলা কথা।
হয়তো, ভালোবাসার জন্য কথাগুলো জরুরি ছিল।


২)
হ্যাঁ; না হয় পোড়ালে আমায়। তাতে কি?
তাতে কার বা কি আসে যায়
নতমস্তক হই বারে বারে, সহনশীলতার নামে
তাতে কার বা কি
হ্যাঁ; না হয় তাড়ালে আমায়। তাতে কি?


৩)
তরতরিয়ে নেমে গেলো। কে বা কারা তোমায় ভুলে যায় বারবার।
নরম রোদ উপভোগ করতে করতে লোভ ঝুপ করে নেমে পরে ঝুলি থেকে।
দাঁড়াও, তুমি কি আহ্লাদিত ?
বার কয়েক প্রশ্ন। নিজেকে ও প্রতিবিম্বে।
ভাসাভাসা উত্তরে ঠায় দাড়িয়ে কিছু প্রশ্নবোধক মন।
হাপিত্যেশ করে বসে আমাদের মনন।
নিস্তরঙ্গ যেমন তুমি বোঝো
শুধু তরতরিয়ে নেমে যাওয়া
নিচে
.
.
.
অতল গভীরে ।