কিছুক্ষণ পথ হাটার পর মনে হল, পথেরা বড় ক্লান্ত। এখানে ওখানে ধুলো ওড়া উড়ি। দীর্ঘ ধূসর প্রান্ত রেখাতেও লোভ নেই। শুধু ঢিপি ঢিপি ইচ্ছেদের ছায়ায় জুড়িয়ে নেওয়া আমাদের; বাতাস ভারি করা দীর্ঘশ্বাস।


নিজেকে বাদামি বেদনায় বেধে রাখি
যদি, তুমি ফিরে আসো।


একটা লম্বা অন্ধকার রেখা। আস্তে আস্তে ছুঁয়ে ফেলে গোটা দিন। আনকোরা ঘুম এসে ছুঁয়ে দেয় আমাদের আগুনে বিপ্লব। শুকনো কাঠের বুকে চাপা আগুন, শব্দে অলসতা ভাঙে মন। গল্প কথারা শুনিয়ে যায় অনন্ত প্রেম।


ভালোবাসো বলে একটা গোটা দিন
কেমন যেন রাত হয়ে যায়
নদীর বুকে মন কেমন ঢেউ
কান পাত, পাড় ভেঙে যায়।


নদীও কথা বলে; তোমার মতন। বালি দিয়ে যত খেলা তার । মনের মত গড়ে ইচ্ছে পাড়। আমিও দেখি ভাঙা গড়া,  ছুঁয়ে দিয়ে ভাবি - এখানেই আমার বাস।


ফিরে যাওয়ার আগে তোমার নাম লিখলাম।
অবাক সব পিপাসা
ডালপালা মেলে নবজন্মের
হাপিত্যেশ
এখন আমার সব ভাবনারা , ক্ষণজন্মা।