১) মৃত ঘুমের সন্ধানে


বিষণ্ণতায় হাতেখড়ি দেয় মন;


পাতায় পাতায় আবদার - তোমার মুখ চোখ খুঁজে নেয়
                                আকার
                                 লয়


যৎকিঞ্চিত আলোর দানা ...
ফুল ফুটবে  ...   ফুটবে; তুমি সাজি হাতে দাড়িয়ে


আবছা পরদা খুলে ফেলে একাকী এগিয়ে চলে দৃষ্টি
                     নরম উত্তাপে
জড়ো করা খাদ্য
হাত বদল হয়ে চলে, মৃত ঘুমের সন্ধানে।


২) সর্বভুক


আমি তোর চোখে ডুব দিতে আসি
রোজ
বিকাল কি সন্ধ্যে।


আস্ত এক বিকাল হাত গুঁটিয়ে বসে
ঘ্রাণ
ঘাস ফুল রন্ধ্রে।


আকাশ ভরে ঝাঁক তিতির যায় উড়ে
ভাব
আড়ি দস্যু যে ...


আলু-কাবলি মাখা হাত ছুঁয়েছে নির্ঘাত
চাপা
কথা দেরাজে ... ।


কত স্বপ্ন বলি তোকে দেবদারু পাতিয়ে
ভিজে
দুরুদুরু বুক।


কাজল চোখে তাকাস না অমনি করে
আমি
জাত সর্বভুক।