#)
তোমার নাম যদি রাখি ... স্পর্শকাতরতা
এক উষ্ণ আলিঙ্গন ভাগ করে নেয় বিকালের রোদ্দুর
                                           মিলন কথকতা।
ধুপ
    ধাপ
সিঁড়ি ভেঙে নামে মন; নারকেল পাতার ফাঁকে চোখ


উপোষী হাওয়া বিদ্রোহী হয়


ঝিরঝির শব্দ, মন নীরবে ভাসায়।


নিওন আলোক বৃত্তে ভাঁজ খওয়া অভ্যাস বসত ঘুম
কেউ কেউ বলে তোমার কথা
কেউ নিঃশব্দে হেঁটে পাড় হয়ে যায়
অনেক দূর তোমার পেলবতায়।


#)
ভাবছি যাই


যাই ভাবছি


তোমার প্রতি সমর্পিত।
লক্ষ, উপলক্ষ, প্রত্যাবর্তনের উল্লাসিত মুখ ও মুখোস
আকার নিরাকার, অভ্যাস যত অর্জিত
তোমার প্রতি সমর্পিত।


আসা যাওয়া


যাওয়া আসা


লক্ষ্যভেদের প্রস্তুতি ও তুমি।
নষ্ট ও পরিমার্জিত ভেসে আসে ভাব, ভালোবাসা
তোমার হৃদকম্পন গুনি
লক্ষ্যভেদের প্রস্তুতি ও তুমি।