১)
এক পশলা ভালোবাসা আর তোমার জন্য
তৃষ্ণার্ত দুপুর; আমলকী বনে
দুরুদুরু মনে।


পূব গাঁয়ের দীঘি আর বুড়ো শিবের মন্দির
পার করে; আড়চোখ মাপা
থিরথির কাঁপা।


তেঁতুল আর ডাঁশা পেয়ারা খোঁজে বিট-নুন
শালপাতা; হাত ধরবে
ভাসবে নীরবে।


২)
জলপাই রঙের খামে সংবাদ; তোমার স্নান
অভিমান নিঝুমে জমে
খোলা আকাশে তোমার নাম।
দুই সেফটিপিন আলোড়িত; তোমার রাগ
আদুরে বিড়াল একা চুপ
ভিজে মেঘ দুষ্টু ঘাম।


৩)
এক আকাশ বৃষ্টি ঝরুক
অভিমান গলাবো তোকে।


অঝোরে ঝরছে রাত
একা আমি কুয়াশা বুকে।