#)
নাম বিহীন কবিতায় তোমায় অনুভব করলাম
কোন আফসোস নেই
শুধু মুঠো ফুল রেখে দিলাম তোমার শরীরে
ফুলেরা কক্ষনো বিষণ্ণ হয় না
শুধু আমাদের আত্মমগ্নতায়, প্রতি রাতে ঘুমাতে যায়।


দীর্ঘ পথ যদি থেমে থাকে; গন্তব্যের উদ্দেশ্যে
তা হলেও
নাম হীন কোন পথের ধারে দাড়িয়ে তোমায় ভালবাসবো।


#)
আঙুলে অনুগ্রহ লেগে।
বিকালের অবসন্নতায়, তুমি
                               ডাক দিলে আমাকে।
কান পেতে শুনি ছেড়ে যাওয়া ট্রেনের শব্দে
হারিয়ে যেতে যেতে রেখে যায় ফিরে আসার ইচ্ছে।
হয়তো গভীর রাতে
তারা দের সাথে                       ফিরবে সে।
তোমার চোখে তখন ঘুম লেগে
তুমি বিশ্বাসে মাথা রেখেছ।


#)
কিছু কথা বলি
চুপচাপ নিঃশ্বাসে কথা ডানা ঝাপটায়
শোন ...
কিছু কথা বল।


কিছু দূর চলি
ডুব দিই সূর্য ভাবনায় আবদার রাখি
বুকে ...
কিছু দূর চলো।