এক)  আমাদের একাকী রাত


বুকে পাথর চেপে বসে আছে
একাকী রাত
শব্দেরা নির্ঘুম। অলৌকিক আমাদের সব
ভালবাসা-বাসি
হাত ফসকে কিছু যতি চিহ্ন , বালিশ নীরব।


বিরহ কি রোজ ওঠে? ফাঁকা ইন-বক্সে


ফিনকি দিয়ে ছড়িয়ে পরে চাঁদ প্রেম
দেওয়ালে যত ঠোকাঠুকি
আমরা সব বসে থাকি। অভ্যাসের দোষে।  


দুই) হাইডেফিনেসন


আপনি কিছুটা চাপচাপ রক্ত নিয়ে আসুন
আপনি কিছুটা অসহায় কান্না
কিছুটা ঠিকরে পরা হাহাকার
বা যাতনা


আমার অনমনীয় উজ্জ্বল আলোক ছটা আপনাকে মুগ্ধ করবে
আপনি ভুলে যাবেন
দেশ, কাল, সময়, পাত্র ভেদাভেদ
রঙের যে দুনিয়া সেখানে সব কষ্টও অপরূপ লাগে।


তিন) রোজনামচা


যখন একটি রাত জেগে থাকে কেবল; বিছানা বরাবর লম্বা
দৃশ্যত কোন পার্থক্য নেই
দু চারটে রবিবার যা ভুলে করে কথা বলে।
আমাদের হিসাবে কোন ভুল নেই
কারণ জানতে চেও না, শুধু
বক্তব্যের আগে লাগিয়ে ফেলো কিছু, জী আজ্ঞে


দেখবে তোমার রোজনামচায় কেমন কবিতা ফলে।