১)
শরীর যেদিন শহর হয়; একে একে ভেঙে যায়, অলি গলি বাড়ি ঘর রাস্তা চৌমাথা। পুড়ে পুড়ে পিচ রাস্তাও ঘুমিয়ে পরে, তবু তুমি একাকী দাড়িয়ে। অনেক দিনের অপেক্ষায় বাস করে কত জন্মের হাপিত্যেশ। আমি জন্মাই ... আবারও জন্মাই ... বারবার জন্মাই।


তোমার আমার শরীর জন্ম
যা জানতে চাও বোলো? প্রশ্ন করো?
শরীর তোমায় ভুলে থাকে না।


২)
বোলো
কি এমন
যা আমাদের
এক করে ...


রঙিন সসের সাথে পরিবেশিত, যন্ত্রণা।


৩)
দেবদারুর ছায়া থেকে জন্ম কিছু       অভিলাষ
সামগ্রিক পতনের পর
দাম দিয়ে কিনে নিই কিছু              বোধ বুদ্ধি
দিনের শেষে যখন ছায়ারা দীর্ঘতর হয়
কিছু কথা বিদ্রোহী হয়


বিছানা দেও, কালকের জন্য ঘুম দরকার।