১) বসন্ত রাত  


হয়তো আমি তাকে খুঁজে পাইনা, অথবা
খুঁজে পেতে চাই না। যাই হোক
এই সব জয় পরাজয় থেকে দূরে
কোন এক বনজ্যোৎস্নায় ভিজে পলাশের রঙ
মেখে নিতে নিতে এক দিন তুমি বলেছিলে -
ভালোবাসা আছে বলেই তুমি নারী।


আজ
এই শহুরে মাদকতায় বিশ্বাস ভাঙতে ভাঙতে
আমাদের কথাবার্তা
জমাট ধুলো জমা হয়।
যা সব আছে, যা সব দু চারটে হিসাবের কড়ি
তা দিয়েই ফুলদানি সাঁজাই।
বসন্ত ভুলে যাও
বেদুইন হয়ে শব্দের আকাঙ্ক্ষা
আমাদের বসবাস।
এমনই রাতে,
এক মুঠো বালি আর চোখের জল দিয় বললাম - সাগরের গভীরতা মাপ।
তখনো
ঠায় দাড়িয়ে টিকটিকি মনস্থ ভাব ভালোবাসা আর খুসখুসে পাপ।

২) নীল মাছি


আধ শোয়া নারীটির বুকে যখন একটি নীল মাছি বসল;


হে ভগবান আমায় ক্ষমা করো।


যে শরীর কাঁপুনি ধরায়
অলক্ষ্যে যত সব বৃষ্টি
কামরাঙা তপ্ত নিঃশ্বাস
হাঁটু জুড়ে এলোমেলো দৃষ্টি


আমায় জলোচ্ছ্বাস দেও।


বিন্দু ঘামে যত উপোষী উপাদান
হাত ফসকে বন্ধ দম, মন
ছটফটে নিতান্তই বেমানান
ফসকে যাওয়ার আগে জীবন


ঈশ্বরীয় ভাব দেও।