#)
না হয় ফিরে এলাম
বিষণ্ণ আঙুলদের কাছে জানতে চাও
কি ভাবে অণু-পরমাণু জুড়ে শুধু তুমি তুমি রব ছড়ায়।
হাত, হাত ফসকে সময়
সময়, সময় থেকে দূরে
দূর, দূর থেকে বাইরে
মন জাত সব কিছু; প্রজাপতি এখানেই বসে।
এখানেই মানে এখানেই, বিতর্ক চাই না
কিছু ঘাস আর ঘোড়া দেও, আমি এক মাঠ হয়ে ফিরে আসবো।


#)
তুমি ঘুমকে ফিরিয়ে দিলে কিছু শব্দের জন্য
তার পর ...
অনেক দিন চাঁদ এসে বসেনি সামনের পুকুর ঘাটে
অনেক দিন চমকে উঠে দেখো পাখি উড়ল ...  ফুড়ুৎ
পরের বার ঘুম জন্ম নেবো ...
শব্দ তুমি স্বপ্ন হয়ও।


#)
শরীরমেদুর গন্ধ
কবিতা জুড়ে ... তোমার খোলা পিঠ


#)
ফিরে এসো
আরও এক বার ফিরি
ফাঁকা গেলাসে পুরো একটা খালাসিটোলা।