১)
সঙ্গম শেষ হলেই
নদীর ধারে দাড়াই রুখে।
প্রশ্ন করি - এ ভাবে কেন তুমি পেলবতা ছড়িয়ে দেও ?
দীর্ঘ পাহাড় জঙ্গলের নুন মাটি কেন আমার বুকে?


২)
ফর্দ-বাজ জীবন
বাড়ছে নোটিফিকেশন ... চিন্তিত কুলীন কুশীলব।
বেশ তো
আড়মোড়া ভেঙে লিকার চা দিয়ে বিলীন
সকাল সাজ।
এবার ফুটপাত বেয়ে ওঠা নামা
স্তব্ধ চলাচল মেখে জড়ো হওয়া উবাচ,
সব্বাইকে
বলি, মুষলকাল আগত। সুস্বাগত।


৩)
সিঁড়ির কোনায় জমিয়ে রাখা দলিল
                               দস্তাবেজ


ঘাম দিয়ে জ্বর ছাড়ার পর
উঠে বসে এই পৃথিবীর জলবায়ু
                               আস্বাদন


নিচে কালো জমাট আঁধার
  প্রতি প্রশ্নে উত্তর খোঁজে
     চিলেকোঠা
            উপরে কি কেউ বেঁচে আছে?

            ঘুলঘুলিতে চোখ রেখে এগায় ...
এ জীবনের মধ্যবর্তী পর্যায়।