জলছবি মেখে সূর্য যখন ডুব দেবে


                                      অপেক্ষা পরে থাকে
আদুরে নম্র পাখির পালক                        অথবা
ফিরতে না চাওয়ার গল্প


বেশিদূর যাওয়ার দরকার নেই


বাইরের বকুল গাছ, জোনাকি ভিজে
মন দেওয়া        বা           নেওয়া নয়


রংচং মেখে চাঁদ নামে,            দুয়ারে
আটকায় গত রাতের ঝলসানো হিসেব


কিছু কানাকড়ি
বা - ডান ... পকেট করে
                  এবার হাত বদলায়।


এবার তুমি চাইতেই পারো জান্নাত
এবার তোমার রাজা সাজার পালা
              মেরুদণ্ড                   টনটন
বেহিসাবি ঘরদোর, খাট পালঙ্ক
                             তোলপাড়


সূর্য আর নেই, এবার জলছবি মেখে রাত...
পুরানো পাউডার ... গন্ধ বিলিয়ে অন্য হাত।