ওহ, আপনি এসে গেছেন ...
বসুন। বসুন। দীর্ঘ পথ ... ক্লান্ত নিশ্চয়
(শান্তি জমিয়ে রাখে অবসরের ঘুম)


এই তো, এই গল্পের শুরু। এক সিরিয়াল সন্ধ্যে তখন
রঙিন অজস্র মুখ ও মুখোস। এমন সময়
বলে উঠলেন - এবার পুরোটা খোলসা করে বলুন তো
এটাই প্রশ্ন ...

তারপর

যে প্রশ্ন থেকে যায় ... ভরা শরীর সন্ধে
নিজে নিজে খুঁজে চলে কাঁটাগাছ, রন্ধে
বিষণ্ণ ইতিহাস খুঁজে নেয় পরিত্যক্ত বারান্দা
একলা মনে গুনগুন, গান উড়ে যায়
দূরে তাকিয়ে থাক, ফিরছে চাঁদ ...  ফাগুন গন্ধে

বেশ তো

বিকেল নামেও প্রেম হয়।
তুমি জানো?
নরম মেঘদের কাছে জল চেয়ে নতজানু অন্ধকার
আমিও পথ খুঁজবো
স্বপ্নে হাতরে হাতরে খুঁজে দেখি জল
টলমল দুকুল
শহর জুড়ে ভরা বৃষ্টিঅনুভূতি।