১) ভরা জ্যোৎস্নায় ডুব


ভরা জ্যোৎস্নায় ডুব দিতে আসি


আঙুল ছুঁলে কি হয়? ভয়
নাকি উত্তাপ মেখে গায়, শিরশিরানি
থির থিরে কাঁপছে, কাঁদছে
বৃষ্টি শরীর,  যাহ্‌ মন কথা শোনেনি।


মন কাঁদলে কি হয়? বৃষ্টি
নাকি মেঘলা আকাশ ছুঁয়ে, গুমোটমন
হাঁসফাঁস জুড়ে রুমাল, শহর
আঁধার মাখে, ভিজে ফুটপাত আপনজন।


আর আমি
ভরা জ্যোৎস্নায় ডুব দিতে আসি।


২) প্রেমের জন্য


জানালায় চুপটি করে শুয়ে শেষ রোদ
অবেলায় ঘুম ভাঙে, হিসেব শোধবোধ


জানিনা, কি রাখতে বাকি, কি অবসর
নতুনের হোক কণ্ঠ, সত্যের সুবিচার


হেসে-খেলে যাক দিন, আসুক দিন আবার
বাতাসে দেবো বার্তা, প্রেম ... ফিরছে আবার


কিছু মেঘ ভেসে আসে, কিছু জমে মন
সিসিডি তে কফির চুমুক, নতুন যৌবন


হাত ধরে কচি ঘাস, ঝরাপাতা ঝিমায়
একা বেঞ্চ গঙ্গার ধার, তোমাকেই চায়


শুরু করি প্রথম থেকে, এক চুমু ... ইস
কে যে রাখিনি কথা, দুজনাই প্রেমনবীশ


তারপর, প্রেমের জন্য এক আকাশ কম মনে হয়।