নাম বদলেছে ... সবুজ পাতা থেকে বাহার
ঘুম ঘুম রাত পেরিয়ে অলকানন্দার জলে
ডুব
হিসেবের পাতা ছেড়ে উড়ে যায় বসন্ত পালক
বিছানায় উঠে বসি। দীর্ঘ রাত জুড়ে বিদায় বিদায়
খুব
ইচ্ছেদের হাতছানি, কাল থেকে দেখিনি তোমায়
দূর, কত দূর তোমার প্রশ্রয়? ভালোবাসি বলে
প্রাণ
আনচান বাতাস, উতলা হয় সময়ের পাথর দেশে
এখন সবে পথভুলানি খরচ; প্রতি দরজায় পাতি
কান


এ যত সব ফিসফাস শুনছো, সবটাই দরজার কথা। সব দরজাই আলাদা কথা বলে, অন্য কথা বলে। আমাদের পথ ভুলের দিনে খুলে যায় অসংখ্য দরজা। আমরা শুধু শুনতে ভুলে যাই, আমরা শুধু মনে করতে ভুলে যাই। দরজায় কড়া নাড়া, ছিটকানির শব্দে ভাঙা ঘুম অথবা ভিতরের নিস্তব্ধতা জানান দেয় ... সবটাই ফাঁকা... সবটাই তোমার জন্য অপেক্ষা।