১)
চাঁদ তার গায়ে লেগে; তুমি আশকারা দেও
কচি ঘাসে বুনো ফুল লেগে, বিদ্রোহী হও।


হাত প্রেম বোঝে না; বোঝে তোমার ছোঁয়া। নরম আঙুলের ফাঁকে গলতে থাকে উষ্ণতা। ঘাস গন্ধে ম ম আমাদের আঙুল।


আস্ত এক বিকেল শুয়ে দিগন্তে


২)
মৌনতায় ক্ষয়ে যায় ভালোবাসা;


তোমার না বলা কথা গুলো, নিঃশব্দে আঘাত করে।


৩)
এক একটা দিনকে বন্দি করি ফাঁকা খামে
পথের চলা শেষ, তোমার জন্য শব্দ গুছাই
পরে থাকে কিছু উপোষী ইচ্ছে, তাড়াহুড়ো
থাক আজ আর নয়; চলো আজ স্বপ্ন ওড়াই।