১) রঙ-পেনসিল


ভাঙা রঙ-পেনসিল বাক্সতে
খুঁজি রামধনু রঙ
হারিয়ে যাওয়া কিছু খেলানা আর শরীর তোমাকে জানার স্বাদ
সবটাই চিলেকোঠাতে জমা


কাচা আমের স্বাদ নুন দিয়ে কেমন হয়
তুমিই ভালো জানো।
বুড়ো রাজবাড়ির ভুত। গা ছমছম। দত্যি দানো।
সব কিছু শুধু তুমিই জানো।


হ্যাঁ ... প্রায় সব কিছু ...


আমার বড় হয়ে যাওয়ার গল্প।


রঙ-পেনসিল
শুধু জানো না ... পাশের বাড়ির তুলি-দি এখন কোথায় থাকে।


২)  ভানুমতীর খেল


এই তো সবে শুরু
এই, এই তো ... যখন একটা কালো টুপি
গিলি ... গিলি ... ছট
                                            আপেলে রূপান্তরিত
যেহেতু আমারা সব নর্তকী ও উজ্জ্বল ত্বকের ছটাতে মুগ্ধ
সেহেতু আমরা ফুলের সাথে ফুলদানিও ভালোবাসি।
শীত জুড়ে গান বেধে যায় নতুন উলের পরশ
দূর থেকে তোমার ডাক; কুয়াশা
এই ... কোথায়? কোথায় ... তুমি?
নরম খেজুর রসে ঘন হচ্ছে রোদ ...
     এর পর
                  ভিজে ঠোঁট থেকে আমাকে উদ্ধার করো।