১)


কিছুটা পচে যাওয়া রাত
কিছুটা একহাত দুহাত
কিছুটা; না থাক। এবার চলে যাবো।


উদ্বাস্তু হয়েছে জীবন, ফেলে আসা দিনক্ষণ
মেপে দেখো। পঞ্জিকা। তিথি। নক্ষত্র। গণ।
পূর্বলগ্নে অস্তিত্ব বিলোপনের সম্ভাবনা প্রবল
অন্তিম পর্যায়ে অসংখ্য শূন্য দূরত্ব।


দান ও প্রতি দানে উজ্জ্বল আমাদের ... সরল সমীকরণ।


২)


বালিশ; যা খুশী বলুক, যে যা খুশী। আমি নীতিবাগীশ নই।
চাদর; ধোয়া তুলসীপাতা, ঝরে পরে। ভাঙা রোদ্দুরে।
অনিদ্রা; ঘুম আয়না দেখে, পরিপাটি সাজগোজ। ট্রেন লেট।


৩)


মাঝে মাঝে কলম ঘষাঘষি শেষ করে; নিচে নামি।
দেখি!                          রোদ্দুর চলে গেছে।
হাত পাখা নামিয়ে, ঘুম গেছে কবির খোঁজে।
কুঁজো পিঠে শহর, বহন করে এক রাশ মিথ্যে;
প্রতিশ্রুতি। এবার
         রক্তপাত বন্ধ হলে
                             একটা কবিতা লিখবো।
                                         কথা দিচ্ছি।