১) পাত্রী চাই


একটা ঘর কিনলাম, পছন্দসই জায়গা দেখে।
একটা বেশ পরিপাটি রঙ ও কিছু বোগেনভেলিয়া
নিপুণহাতে দরকারি ফার্নিচার দিয়ে সাজালাম
বেডরুমটা তে রাখলাম এক জোড়া রঙিন মুনিয়া
বসার ঘরে কিছু রবীন্দ্র ও নজরুল, সাথে অক্সফোর্ড
বারান্দাতে একটা টবে তুলসী গাছ
স্নান-ঘরটি ছিমছাম কিন্তু প্রয়োজনীয় জায়গা আছে
এবার শুধু একটি মোটর...
রান্নাঘর বাকি রেখে, নামী দৈনিক প্রতিকায়
                   -" সুন্দরী, গৃহকর্ম নিপুণা, শিক্ষিত, উপযুক্ত
                         পাত্রী চাই।"


২) বাউণ্ডুলে


এই শহরটা আমার মতই,                  চুপচাপ
তোমার কথা শোনে। কান পাতলেই হোল।
ব্ল্যাক কফি। কয় চামচ চিনি? কি লিখছ এখন?
                                     কি দেই উত্তর
না হয় প্রশ্নটা জমিয়ে রাখি,
উত্তর দেওয়ার সময় অনেক পাবো।


বিকেলের এক পশলা বৃষ্টি ছাট
                          তোমায়
ছুঁয়ে আমার চশমায়।                           কাচ
আর দুঃখ জমাস না। এবার বাউণ্ডুলে হওয়ার পালা।