আপনি বলবেন শেষ হয়ে গেলো।
নাহ। আমি বলব পরিবর্তন।
যেমন ধরুন, একটা তালগাছ পরিবর্তিত হোল পাশের বাড়ির বৌদি।
লেজ নাড়ানো হুলো হয়ে গেলো চণ্ডী পাগলের ঝোলা।
আর আপনি কবি হলে ... শব্দ হয়ে গেলো ছেঁড়া চটি।
উঁহু
বদলানোর কথা মোটেও ভাববেনও না
ওটাই ষড়যন্ত্রের মূল।
অতএব, শেকড়ে গেঁথে ফেলুন। ফেলে আসা সব প্রেমিকাদের উদ্দেশ্য বলুন
আমি শেষ হয়ে যাই নি ... শুধু
পরিবর্তিত রূপে অচেনা নিজেকে ভাবছি


যেমন

ঘাসপাতা ও জাবর কাটা

স্তুপাকৃত ঘড়ির কাটা ও ওত  

মাটিতে ছড়িয়ে হজমীগুলি ও বেহালাবাদক

দুটাকায় সচিত্র কামসূত্র ও নিত্য যোগাভ্যাস

কাট-অফ মার্কস পার করে, আপনি কি আমি, বুকে হাত রেখে বলতে পারি। খতম। পুরো খতম।
সিলেবাস শেষে, যা যা পুনরায় পাঠ্য।
পতনের কারণ ও ফলাফল।


হলদে হয়ে যাওয়া বিছানা থেকে দূরে তখন কোন মেষপালক অচেনা সুরে গান ধরছে। আমি কাঁদছি। কান্নার জলে ভেসে আসছে প্রেম। এ যেন নিজকেই ভালোবাসা। বাইরের ক্লাব ঘরে তখনো একে অপরকে ঠুকে যায় ক্যরামগুটি।