একটা বেদনার্ত সূর্য তখনো কার্নিশে আলো ফেলছিল
আমি
সব দুঃখের জন্য অরিগামি, ভাঙা মেঘের জীবন
বেধে দিলাম। কালো পিচ রাস্তায় যেটুকু মাটির উঁকি
তাতে ভেজা ভেজা গন্ধেরা সুর তোলে।
কুয়াশার মতন আঁধার জেঁকে বসে তোমাকে, জলশহর
কথাপ্রবন আমাদের রোজকার সান্ধ্যকালিন চা পান
টেবিলে টেবিলে টুং টাং, সব খাদ্য পানীয় বক্তব্য
যে টুকু দূরত্ব কাঠে কাঠে, সেখানেও কোন না কোন
অব্যক্ত সঙ্গীত খেলা করে;
এটুক বোঝার জন্য আমার বিশারদ হওয়ার দরকার নেই
শুধু,
শব্দে                        শব্দে
চোখে                       চোখে
হাতে                        হাতে
স্পর্শে                       স্পর্শে
             অনুরণন।
দেখ                 একটা কবিতা নিজেই লেখা হচ্ছে।