১) বৃষ্টি ম্যাজিক


বর্ষা তো এসেই থাকে, হরেক বছর
আমিতো সেই বৃষ্টি চাই
যেটা নামাস চিলেকোঠায়, দ্বিপ্রহর।


প্রতি ফোঁটায় শিরশিরানি। হাত ধরবো?
না থাক। যদি রাগ করিস মেঘ
যাস উড়ে বেপাড়ায়।           তখন;
                                কি করবো?


আমিতো ফির একলা হবো। ড্রয়িং খাতা
রং পেন্সিল। মুখ গুঁজে সেই
বিছানা বালিশ। হোমটাস্ক যা দু-দশ পাতা।


বর্ষা তো এসেই গেছে; স্কুল রেনিডে
ছাতা ভিজেয়ে ফিরছে মেঘ
এই শোন না
আজকে প্লিজ ... বৃষ্টি ম্যাজিক শিখিয়ে দে।


২) আন্দাজমত


তোমার ফেলে দেওয়া শারীরিক নুনজলের ছিটেফোঁটা
এই ঠোঁটে লেগে।
চিহ্নিত হয়ে যাক, যত সব আঁক বাঁক, গলিপথ
খোঁজার আনন্দে যেন পথ ভুল করি রোজ
ঝাঁঝালো লোভ, ফোঁড়ন গন্ধে মম করে। এগিয়ে এসো
শিলনোড়া দিয়ে বেটে নিই এই সব পরম যতন
টুকরো টুকরো আনাজপাতি, ফ্রিজ থেকে বার করে আনি
নরম ঈষদুষ্ণ জল, জিভে স্বাদ আনা কাচ্চি-ঘানি
ম্যরিনেট হয় সময়, নুন, ঝাল, দাম্পত্য
                                              আন্দাজমত।