১)
ভাবনা,
ভাবনা থেকে খসে পরছে পলেস্তারা
তোমার বা বুকের নিচে যে তিল, ধারণ করেছে
আমার তীব্র লোভ; আজ নিশ্চিন্তে ডুব দিতে পারি।
শরীর থেকে ধূমায়িত হয় পুড়তে থাকা বনসম্পদ
এবার ঝরনা খুঁজে খুঁজে চোখ পায় ঢেউ খেলানো কোমর
ভিজে,
ভিজে পাথরে মুখ ঘষে চলি
শ্যাওলা উঠে গিয়ে বেড়িয়ে পরে নোনতা স্বাদের মাটি
পাথর পিছল হয়... পাথর নরম হয়
এবার ভেসে যাওয়ার আগে আমার দম বন্ধ
এবার ডুব
ভাবনা।


২)
শব্দেরা আমাকে টানতে টানতে ক্লান্ত, এ কথা অস্বীকার করার উপায় নেই। লাইন গুলো সোজা না হয়ে আজকাল কেমন যেন ঘুরে ঘুরে ফিরে আসতে চায় নাভিতে। কিছু উপলব্ধি জাত ধানগম জমা করি। গর্ত দেখি আর গলে যাই; আজ কাল নিজেকে ইঁদুর ভাবি। শব্দ গুলকে কুটিকুটি করে দাঁতের বড় সুখ।


৩)
খাল বিল পুকুর ডোবা ও মন বুঝিয়ে নতুন ফ্ল্যাটবাড়ি, টবে তুলসী চারা


নিতাইয়ের চায়ের দোকান সরিয়ে শপিং-মল, নিতাই  রাত পাহারাদার


সাইকেলের দোকানে গড়াগড়ি পুরানো টায়ার, মার্কেটে হারলে ডেভিড-সন


প্রেমপত্র কাগজের নৌকা হয়ে ভেসে যায় বড় নর্দমায়, whatsapp স্মাইলি বয়।