এক)


ফাটাফাটি চাঁদ যদি ওঠে আজ
কানাগলি ভেসে যায়, জ্যোৎস্নায়
ব্যালকনির তলে রব দাড়ায়ে
এই মন যদি ছিটেফোঁটা পায়।।


ব্যাকডোর দিয়ে পালিয়েছে ঘুম; রাত জুড়ে উইপোকার উড়ান। দূর দাড়িয়ে একা স্ট্রিট লাইট।
রাত, ভাসান ... ভাসান ... ভাসান ...


গুড়ো গুড়ো মশলাপাতি, আগুন, ধোয়া হয়।।


দুই)


বিকেলের আড্ডায়, অকস্মাৎ ছন্দপতন;
চা-সিগারেটের আলোচনার মাঝবরাবর       সরলরৈখিক দৃষ্টি

কিছু অবুঝ টেবিল, বোল তোলে
কান পাতলে গুনগুন ফুলের গন্ধ
দু আঙুলে সরিয়ে নেওয়া, ঝুঁকে পরা চুলের আড়াল।


তিন)


কথা হয়।    চেনাশোনা?
দূরে দাড়িয়ে হাত নাড়ে। ফেলে আসা প্রেমপত্র।
কাগজে, কলমে     অচেনা। পরনারী অথবা
                                               পরপুরুষ
দিশেহারা-মন-ভেসে-ভেসে ...
অবেলায় এলে
পাত্রে কিছু নিমজ্জিত জল
অপেক্ষায় দোষ নেই, শুধু ভালোবাসা আছে।।


চার)


সবাই দেখতে থাকুন এই ঘাস জুড়ে শুয়ে আছে
আমাদের দৃষ্টি ...