এক) ২২শে অক্টোবর


২২শে অক্টোবর দিনটি ছিল
শহরের বুক দিয়ে মিছিলে হেঁটে যাওয়ার মতন।
উন্নাসিক দোকানের চাউনি বুকে কাঁপুনি ধরায়
তবু চেয়ে থাকি। অক্লেশে গিলে ফেলি রঙিন ফুটপাত।
ভিড়ের মাঝে একাই উপভোগ করি রাজপথ
জ্বলন্ত সব নেকড়ে-দৃষ্টি;


ধুস ... এতো ভিড়ে আমাকে খুঁজেই পাবে না।


দুই) আদর


গুমখুন হয়ে গেলে প্রেম
একটা আস্ত বিকেলে মনখারাপই চাষ।
হলুদ সুতো বরন করে নেবে ছুঁচ
দু হাত বাড়িয়ে রাখি। রাত কান্না জমিয়ে এবার
একাটা হ্রদ উপহার দেবো তোমায়
দেখো ফাল্গুনী রোদের রঙে জল, উপচে আসে
এখন ভালোবাসা বলতে বুঝি
.
.
.
তোমার আদর।


তিন) ফ্লেভার


অভিমান শেষ হলে পড়ে থাকে, ধুলো-
চাঁদ নেই, কুয়াসা নেই
নেই রাজ্যে
সাদা চাদরে মোড়া থাকে শিউলি, উথলে
আসা কান্নার নোনতা ভাব; চিৎকার করে।
এবার অপেক্ষার গল্প ফুরল।  
আচমকাই বর্ষিত হোক চুমু
কন্টাক্ট লেন্সে, তীব্র হাহাকার
এবার,
খিদে পেলে শুধু চেখে দেখবো না


রাত জুড়ে মেখে নেবো স্ট্রবেরী ফ্লেভার।