১)
আমার জমানো অভিমান গুলো থেকে ঝরে পড়ছে
                                       স্থবির গন্ধ। আর
কিছু কিছু স্ন্যাপশর্টএ গভীর আন্তঃনিমগ্নতা


আমি কিছু দমকা হাওয়া ছুঁয়ে দেখেছি
তাতে শিকারের উপলব্ধি


কিছু ঘাস নিজের মতন মাথা তুলে
এলোমেলো করে দেয়, পরিকল্পনা প্রসূত হিম্মত


নিকানো উঠান। এক পাশে বসে দম দেওয়া ঘড়ি
টিক টিক
   টিক টিক
টিক টিক


২)
আলমারির তাক থেকে একে একে বই গুলো তুলে
                              হাওয়ায় ভাসিয়ে দেই।
কিছু শব্দ মুখ থুবড়ে পরে, কিছু টালমাটাল হয়ে
আস্তে আস্তে নিজেকে ভাসিয়ে দেয় মেঘের মতন।
          আমি শুধু শূন্যস্থান দেখি
          আমি শুধু ছাপ পড়ে থাকা সময় দেখি
          বই গুলো আর দেখি না।


৩)
ঘুমভাঙ্গানিয়া ডোরবেল; একা থাকতে থাকতে
নিজে নিজেকেই ডাকে। ওত পাতে, থাবা চাটে
ঘুম ভাঙলে ছাদে যায় একা। অভিমান যেন
ফিরতি বিকলের ভুলে যাওয়া আলো,       ক্ষয়ে যায়
নারকেল পাতা ভেদ করে মিশে যায়
        না বলা কথায়।