৬)
আমরা যে যার রংপেন্সিলের বাসিন্দা
আবছা ঘষে তুলে দিই
জানালার ধারের পথ
কয়েকটি সেফটিপিন ঝুলিয়ে দিই নাসপাতি ডালে
পাখিদের জলখাবার;                        ও খবর
এখনো সদ্য গোঁফের রেখায় আটকে


৭)
একটা ঝুলন্ত পোস্টারের ঘূর্ণন পরিসর
কিছু চুতিয়া পরে আছে
পুরানো হলদে খবরের পাতায়
ভঙ্গুর প্রেম ও চাখুম-চুখুম
কিছু ভুল
          না সঙ্গদোষ
রক্তাত্ব ডিম, কানা গলির পেচ্ছাপের দাগে
কারণ ও ফলাফল খুঁজতে থাকে


৮)
শব্দে শব্দে কি বৃষ্টি নামানো যায়?
ভার্চুয়াল তুমি ও তোমার প্রশ্ন
ইঙ্গিত শব্দবহ রোল-প্লে
নড়াচড়া দিয়ে তোমার ঘর/আমার ঘর
বিছানা, বালিশ,
পাথরের কারুকার্যে ... ছেনি হাতুড়ির প্রহার


স্ক্রিন গড়িয়ে জলের ফোঁটা
ভেসে থাকে কাগজের নৌকা।


৯)
চিলেকোঠা ভাঙ্গা শহরে তুমি ছিলে কি?
কাপপ্লেট গুছিয়ে রেখে
একটু অবসর
মন যতসব গ্রন্থি-বোধে আটকে। ভাজ করা
গল্পের এসো ইতি টানি
সদ্য আকাশ দেখা বিনুনি ভেঙে
হেটে আসি
দ্রাঘিমারেখা ধরে


১০)
পচা চা পাতার গন্ধে
পোড়া আগুনের গল্প। আমি বুঝি
কাজলে
কাজলে
আকাঙ্ক্ষার দম বন্ধ করা ছায়া
আয়নার পাশে যে টিপ
তার থেকে গড়িয়ে পরে
রাতের
রক্ত রস।