১)


ঘরফিরতি
...
দুটো বাস কখনো রাস্তায় সহযাত্রী হতে পারে না। রেষারেষি; বাতাস কিন্তু অন্য কথা বলে। ঘরফিরতি সব যাত্রী একটু ঘুম অথবা বাড়ির কল্পনা। এখানে কোন এগিয়ে থাকা নয়
"শুনশান রাস্তারা নিজে নিজেই মুড়ে নেয় অন্ধকার, অন্ধকার যা আমাদের এক করে দেয় ঝুরঝুরে বালি ও ধুলো মাখানো স্বপ্ন।"
সামনের যাত্রী দু'বার ঢুলে পরে সামনে। পাশ থেকে আলোর বেগে কিছু শব্দ এলো মেলো করে দেয়।


২)
ও! তুমি। খোঁজ নেয়নি
রাত। বাসি হয়ে ছুঁয়ে
এক ফালি চোখ


ঠোঁট চুমু দেওয়ার অন্য
বাতাস। জমে আছে  রাগ
উষ্মা; যাকে অভিমান বলে
রেখে দিয়েছি


৩)
এক, কিছু চরিত্রগত পার্থক্য করে দিলে তুমি আর তুমি থাকবেনা। তুমি আর অন্য অচেনা প্রতিধ্বনির মধ্যে কিছু আয়না সচেতন ছায়া।যদিও সেটা ইচ্ছাকৃত নয় তবুও চাপা কথার বিরতিতে আমাদের দৃষ্টি বিনিময়।


দুই, নির্জন দৃষ্টিপাতে বাধা হয়ে দাড়ায় এক মুঠো ছায়া। এলাকা ভিত্তিক অসংলগ্ন আলো ছায়ার মধ্যে যে টুকু নিজস্ব তা একলা ব্যলিকানিতে অবসর।  


এখানে ফিরে আসা বিকেলের প্রতীক্ষায় বসে থাকে লেক। কিছু কচুরিপানায় জমিয়ে রাখে কথা।