১)


ভয় করলে স্তাবক হতে পারেন
কবি নয়।


২)


ঘুমের শেষ প্রান্তে নামে ভোর।


৩)


উপত্যকার পর উপত্যকা শুধু শুষ্ক চামার দাগ


৪)


ভাবনাদের উপর ভাবনা
বিস্তার আগে পিছে উপর নিচে শুয়ে আছে নগ্ন --- শূন্য


৫)


চক্কোর দিয়ে উড়তে থাকে ক্লান্তিকর আকাশ


৬)


অতঃপর মহারাজ বলিলেন: আজ হইতে সকল কবিতাই রাজাজ্ঞা মানিয়া চলিবে।


৭)


কালি ঝরানো পেন; আমূল বিঁধে দিলাম
হৃদয় বোঝেনি ভাবনারা বড় বেইমান।


8)


অতি ও লম্বের মাঝে বসে বাহুদ্বয় ও খোশগল্পের
যা যা
ফেবু তে কোন স্ট্যাটাস পরিবর্তন


৯)


বেঁচে থাকলে জীবন বলত - হে হে বয়েই গেছে


১০)


এক পেয়ালা রোদ্দুর কানায় কানায় পূর্ণ হলে
ঠোঁটের অভিমান পেখম মেলে।