আইন ভাঙতে পারা মানুষের জন্মগত ভাবনা
আইন গড়তে গড়তেই তাই নিয়ে হয় জল্পনা,
অদেশনামা জারি হলে শুরু হবেই হবে বিতর্ক
নিজে কোন পরোয়ানা না পেলে হয় না সতর্ক।


আইনের ফাঁক খুঁজতে লাইন পড়ে উকিলের
অনেক অন্যায় তাই ন্যায় হয়ে যায় আইনের,
কার্যকর যারা করে আর যারা করে দেখভাল
আইন সকলের জন্য কখনো হয় না সমকাল।


আইন ভাঙার জন্য আছে শাস্তি অথবা ফাইন
ফাইন দিয়ে অনেকে বলে এটাই সঠিক আইন,
তার বাইরে খোলা চোখে যায় না দেখা আইন
প্রমাণ বড়ই মারপ্যাঁচ যেমন ঘোরায় টারবাইন।