কতবার গভীর হতে চেয়েও
বারবার ব্যর্থ হয়েছি।
এত জিজ্ঞাসায় কি কঠিন মনোনিবেশ
ভাবতে ভাবতে আমি শুধু বাস্তব,
কোথাও কোন সমুদ্র নেই পাহাড় নেই
এমন কি ঘন জঙ্গলও নেই।
এই সেই সবুজ খেলার শেষে
রুক্ষ শুষ্ক ধূসর সমতল
ফসলেরা যে যার বাড়ি ফিরে গেছে
খিদের শোক ভুলে যারা বেঁচে ছিল
তারাও পায়ের তলার মাটিটুকু মেপে
নাই বানানো ঘরকে ছাদ বানিয়ে
আমার সামনে এসে দাঁড়ায়।
আমি সেটুকুও দেখতে ভুলে যাই,
আমার বুদ্ধির দৌড় কেবল পেটের ভেতরে
বারবার মাথা গোঁজে।