অহংকার মানায় বলে
আমি খুব অহংকার দেখাই,
বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী
অফিস কলিগ চেনাজানা যার সঙ্গে দেখা হয়
তাকেই আমি আমার অহংকার দেখাই।
আমার এই আছে ওই আছে সেই আছে
আছে আছে বলে বলে আমি কান ঝালাপালা করে তুলি,
অন্য যে কেউ আমাকে যারা মান্যিগন্যি করে
তারাও যদি আমাকে নিয়ে এরকম আছে আছে করে
তাহলে আমার অহংকার আরো বেড়ে যায়।


আমার যে অনেক কিছু নেই
সেসব শুধু আমি জানি,
এবং অন্য অনেকেই জানে।
কিন্তু আমার আছে আমার আছে
এ রকম অহংকার আমার মাথায় চেপে আছে,
তাই আমি আমার যেসব নেই
সেসব আমি কিছুতেই
আমার অহংকারের ঝোলা থেকে
বের করি না
বের করতে চাই না।


কেন না অহংকার আমাকে খুব মানায়
তাই আমি খুব অহংকার দেখাই।