ফেরার পথে একটা আস্ত আকাশ নিয়ে
আমি বাড়ি ফিরি
গিন্নী তাকে জল বাড়িয়ে দেয়
মা জিজ্ঞেস করে ফিরতে দেরী হল
ছেলে মেয়ে ঝাঁপিয়ে আদর খোঁজে


আকাশ আরও প্রসারিত হয়
মাটির গুঞ্জন হয়ে দিগন্তে মেশে
সূর্য চন্দ্রে ভরিয়ে দেওয়া নক্ষত্রলোক
আরও উজ্জ্বল করে তোলে


রোজ বাড়ি ফেরার এই নামচায়
দু একটা তারা খসে পড়লেও
আকাশ আরও অসীম অনন্ত হয়ে যায়