বাবা, এবার আর বাজি পোড়াব না
কত মানুষ খেতে পায় না
আর আমরা কত টাকার বাজি পুড়িয়ে দিই
বাতাস দুষিত করি
পরিবেশে শব্দ ছড়াই
এটা ঠিক না।


আমি বললাম - টুপু, ভাল সিদ্ধান্ত।
তবে যারা বারুদের যোগান দেয়
বাজি বানানোর সরঞ্জাম এনে দেয়
বাজি বানায় প্যাকেজিং করে
তাদেরও ফ্যামিলি আলোর উৎসবে আলো খোঁজে।


অন্ধকার জগতের এমন
বিড়ি সিগারেট গুটখা খৈনি মদ গাঁজা ড্রাগ
অনেক অনেক আলো এনে দেয়
আমাদের ধোঁয়া ধোঁয়া নেশা নেশা বৃথা ভঙ্গ কাজে।


তারপর টুপু তার নিজের সিদ্ধান্ত নিজে নিল।