আমার আমিকে রোজ খুঁজি
বকুলতলায়
শ্যাওলাপড়া কলতলায়
স্নানের শেষে ভেজা গায়।


শানের উপর পিছলে পড়ে
আমার কাছে আমাকেই
হাসির যোগান দেয়।


আমার রাস্তায় ধুলো উড়িয়ে
গায়ের ধুলো ঝেড়ে ফেলে
আবার সে উঠে দাঁড়ায়;


সুখের বিছানা পাতা খুব আয়েশে
সে ঘুম পাড়ায়
আবার
সকালের ঘুম ভাঙানো হয়ে
সে আমাকে চা বাড়ায়।


আমি তাই
আমার আমি চিনতে শিখি
আমাকেই সে হয়ে
আমি খুব বাঁচতে শিখি।