জীবনটা নয় ছেলে খেলা
রাখতে গিয়ে তাল
মেঘ জমেছে বৃষ্টি প্রবল
আমার বর্ষাকাল।


আষাঢ় শ্রাবণ আকাশ কালো
ঘন মেঘের হাল
সবুজ বনে টাপুর টুপুর
আমার বর্ষাকাল।


জানলা খোলা ভিজছে দুপুর
প্রিয়ার দুঃখ কাল
জমা জলে ছলাৎ ছলাৎ
আমার বর্ষাকাল।


টিপটিপ রিমঝিম পড়ছে দেখো
ভরছে নদী খাল
মেঘ পিয়নের উন্মাদনায়
আমার বর্ষাকাল।


রাস্তা কাদা বানভাসি মুখ
বুনছে মোহ জাল
বুকের ভেতর ঝরছে হৃদয়
আমার বর্ষাকাল।