শুধু নাই নাই করো না তো
মাথা ঘুরে যায়
আছে আছে ভাবতে তুমি
কেন করো হায়?
পাই নি পাই নি বলে কেন
চেঁচাও জোরে খুব,
পাওয়া হলে নিজের কাছে
থাকছ তুমি চুপ।


মানছি না মানব না বলে জড়ো করো রাস্তা
তাতেও দেখি তোমার নিজে বাঁচানোর আস্থা।
চলছে না চলবে না বিরোধিতায় কর কলরব
তোমারটা মেনে নিলেই সঠিক কি হবে সব?


অথচ পাশের ঝুপড়িতে কে খায় নি, দেখো নি।  
তোমার জমা কখনই অতিরিক্ত বলে ভাবো নি।
ঋণ-কৃষকের জন্য একটুও মুনাফা ছাড়ো নি,
নিজেকে ছাড়া অন্যকে গরীব বলে মাপো নি।
তালিকায় শ্রম লিখে লাগাতার করছ মনমানি
ভাষণ তোষনে দিব্যি দিচ্ছো নানান উস্কানি।
মনের থেকে শুদ্ধ তুমি রাত পেরিয়ে সকাল
নিজের ভেবে সরিয়েছো কি পথের জঞ্জাল?


এ সব ছেড়ে ঘুরে দেখো অনেক কিছু আছে
পাইনি দেয়নি ভুলে, যাও দেশবাসীর কাছে।
দেখবে মহান ভারত স্বাধীন স্বতন্ত্র এক দেশ
সব জীবনের সমন্বয়ে আর নেই কোন বিদ্বেষ।