বুকের ভেতর গর্বের ছোঁয়া
আমার দেশের মাটি
খাচ্ছি পরছি হচ্ছি বড়ো
গড়ছি জীবন ঘাঁটি।


কত শহীদ রক্তে রাঙা
লাল হয়েছে মাটি
এখন ফলছে সোনার ফসল
সোনার মতই খাঁটি।


বীর সেনানী দেশের মানুষ
প্রহরা দেয় সাথি
প্রণাম জানাই গর্বের জীবন
আমার দেশের মাটি।


কত স্মৃতি প্রাণের দোসর
আমরা রাস্তা হাঁটি
সবার সাথে কুটুম্বকম
আমার দেশের মাটি।