চলে এসো দেখবে যদি
আমার ছোট্ট গাঁয়ে
আমন ধানে ভরে আছে
ডাইনে এবং বাঁয়ে।


সোনা রঙের ঢেউ খেলে যায়
পাকা ধানের বুকে
ঘাসে ঢাকা আলপথ ধরে
ইঁদুর লাফায় সুখে।


কাস্তে হাতে যাচ্ছে চাষী
কেউ বা বাঁধছে আঁটি
নবান্নে আজ গোলার ভেতর
শুধুই ধানের ঘাঁটি।


দীঘির জলে পদ্ম শালুক
ধানের গন্ধ ভাসে
সকাল শিশির খড়েরগাদা
কৃষক ভালোবাসে।


মিঠে রোদে তিতির ডাহুক
আজ হেমন্ত দিনে
আমার গাঁয়ে পারবে আসতে
সঠিক রাস্তা চিনে?