কতটা জমিতে আমার পূর্ব পুরুষের বসবাস ছিল
আমি জানি না
সে সবই ভাগ হতে হতে
আজ মাত্র এক ফালি।


তাও পারিবারিক শরিকের টানাপোড়েন
কর্মসূত্রে বাইরে।


তবু লিজ ঘেরা
সেইসব জমিতে ছুটে বেড়ানো
শৈশব মাঠ
বাবার ধান কাটা হাত
মায়ের শ্লোক বলা রূপকথা।


বুকের ভেতরে
আমার বড় হওয়া
আমার দেশ আমার পরিচয়।