আমার পাশে যে দাঁড়িয়ে আছে
সে হিন্দু না মুসলিম না খ্রীষ্টান নাকি জৈন
আমি জানি না, জানতে চাই না।
কিন্তু আমার পাশে যখন এ রকম অনেক দাঁড়িয়ে পড়ে
যখন আমার দাঁড়াবার জায়গা সংকুলান হতে হতে
একেবারে দেওয়াল হয়ে যায়
তখনও হিন্দু না মুসলিম না বৌদ্ধ নাকি খ্রীষ্টান
আমি জানি না, জানতে চাই না,
আমি জানতে চাই মানুষ কেন পাবে না তার পূর্ণ অধিকার?


মানুষের পাশে মানুষের
জায়গা চাই, বসার জায়গা, দাঁড়াবার জায়গা
বাঁচার ও বাঁচাবার জায়গা।


তার জন্য আমার পাশে
কোন দলের লোক দাঁড়িয়ে আছে,
কোন পার্টির মতাদর্শ সে বিশ্বাস করে
ডান না বাম নাকি মার্ক্সবাদ
আমি জানি না, জানতে চাই না।
কিন্তু যখন আমার পাশে নেতা নেত্রী পার্টির হুল ফোটায়
আমাকে অর্থনীতি শেখায় ঠিক ভুল দ্বন্দ্ব করে ফাঁদে ফেলে
তখন সে ডান না বাম নাকি মার্ক্সবাদ
আমি জানি না, জানতে চাই না;
আমি জানতে চাই মানুষ কেন
পরস্পরের হাত ধরাধরি করে বাঁচবে না?


মানুষের সাথে মানুষের
দেওয়া নেওয়া মেলামেশা চলতেই থাকে,
মানুষ তাই সংঘবদ্ধ হয় মানুষের জন্য।


আর তার জন্য আমার সাথে
কোন জাতির মানুষ আছে, কোন জ্ঞাতির লোক আছে
নাকি দূর তেপান্তরের কোন অধিবাসী আছে
সে সব আমি জানি না, জানতে চাই না।
কিন্তু যখন কেউ মানুষের পাশের মানুষকে
বিচ্ছিন্ন করার জন্য বিষ ঢালে ছক কষে
তখন আমি জানতে চাই
শ্রেণিশত্রু তাহলে সাধারণ মানুষের মধ্যে থাকে না,
থাকে নেতৃত্বের মধ্যে।


আমি মানুষকে বিশ্বাস করি
কোন ধর্ম জাতি জ্ঞাতি পার্টি দল কিংবা কোন অনুশাসনকে
আমি বিশ্বাস করি না।
আর বিশ্বাস করি মানবধর্মের বোধ বুদ্ধি ও জ্ঞানকে
কিন্তু বিশ্বাস করি না গুনতি মানুষের সংখ্যাকে।


সত্যিই এ সমস্ত অনেক কিছু
আমি জানি না জানতে চাই না।