আমি যদি জানতে চাই
আমার বাবা মা আমার জন্য কি করেছে?
তবে আমি আর ভালো থাকতে চাই না।
আমি যদি বুঝতে চাই
আমার পরিবার পরিজন প্রতিবেশী আমার জন্য কি কি করেছে
তবে আমি চাই না কেউ ভালো থাকুক।
আমি যদি খুঁজতে চাই
ও ভালো আছে সে ভালো আছে তারাও ভালো আছে
তবে আমার কাছে নেই ভালো থাকার পাসওয়ার্ড।
যদি আমি ভাবতে চাই
এটা কেন নেই ওটা কেন নেই সেটা কেন পাই নি,
তবে আমার কাছে নেই ভালো থাকার কোন উপায়।
আমি যদি কৈফিয়ৎ চাই
আমার কাজ আমাকে বেঁচে থাকার সন্তুষ্টি দেয় নি?
তবে আমি ভালো থাকা কাকে বলে জানি না।
আমি যদি দোষ দিই
আমার শিশুবেলা আমাকে মানুষ হতে দেয় নি,
তবে আমি কখনই মানুষ হতে চাই নি।


আমি যদি দেখাতে চাই
এরা হাসছে ওরা হাসছে তারাও হাসছে, আমিও কি?
তবে আমি হয়তো খুশি থাকছি
সুখে থাকছি।    
আমি যদি থাকতে চাই
মানুষের পাশে পাশে,
তবে আমি ভালো আছি;
আমি খুশিতে আছি হৃদয়ের কাছে, প্রেমের কাছে।