আমি কিছু লেখার চেষ্টা করি, লেখক নই
আমি কিছু পড়ার চেষ্টা করি, জ্ঞানী পণ্ডিত নই
আমি কিছু বোঝার চেষ্টা করি, বুদ্ধিজীবী নই
আমি কিছু বোঝানোর চেষ্টা করি, সমালোচক নই
আমি কিছু ভাবার চেষ্টা করি, উদাস বাউল নই
আমি কিছু ভাবানোর চেষ্টা করি, সংস্কারক নই
আমি কিছু বলার চেষ্টা করি, বক্তা নই
আমি কিছু দেখার চেষ্টা করি, দর্শক নই
আমি কিছু করার চেষ্টা করি, কর্মী নই।


যারা সম্পূর্ণ লিখতে পারে পড়তে পারে
ভাবতে পারে ভাবাতে পারে
সমালোচনা সংস্কার করতে পারে বলতে পারে
তারা মঞ্চ আলো করা সাহিত্যিক ভাবুক
দর্শক সমালোচক সমাজের ধারক বাহব;
আমি নই।