তোমার মত পারি না আমি পারি নিজের মত
কাজে কর্মে ভালোবাসায় আমি আছি অবিরত।
বলছো তুমি, কে টা রে? কি তোর মতলবখানি?
তৈরি বাগানে ঘাসফুলের দাম নেই আমি জানি।


অনেক কিছু পারি, যতই তোমরা যাও মাড়িয়ে
আলো বাতাস মাটি আছে আমার জন্য দাঁড়িয়ে,
তাতেই আমি আকাশ আঁকি ছোট্ট হৃদয় আলো
যা পারি তা আমিই পারি ঘুছাতে আঁধার কালো।


তোমার জন্য থাক না তোলা অসাধারণ অনবদ্য
আমি না হয় হলাম গিয়ে ছিঁড়ে ফেলা কোন গদ্য,
তবু আমি বাহবা জানিয়ে তোমাকে দিই হাততালি
আমার পারাতেও তুষ্টি আছে, যায় না হৃদয়খালি।


তুমিও পারো আমিও পারি আমরা পারি যে যার
মর্যাদাতে তবু ভেদাভেদ নায়ক সাজার অধিকার।
তোমার মত পারি না আমি, পারি নিজের মত
কাজে কর্মে ভালোবাসায় আমিও আছি অবিরত।