আমি ভাবতেই পারি
আমার ছেলে বিদ্যাসাগর হোক
কিন্তু যখন দামোদরের মত কোন খাল বিলে ঝাঁপ দিয়ে
পেরিয়ে যাওয়ার দরকার হয়
তখন বলি না না থাক তবে।
যদি ভাবি বিবেকানন্দ হোক
তবে যে সন্ন্যাসীর বেশে এখুনি ভারত ভ্রমণে বেরিয়ে পড়তে হবে
তখন ভাবি, ওমা তাহলে আমাদেরকে কে দেখবে।
হয়তো বা নেতাজী হোক
তাহলে যে পড়া ছেড়ে দল গড়বে রাজনীতির আখড়া হবে
রক্ত চাইবে রক্ত দেবে
কখন কি সব ঘটে যাবে। বাপরে!
যদি ভাবি মাদার টেরিজা হোক
তাহলে তো রাস্তার ভিখারী ভবঘুরেদের ঘরে আনবে
কে পরিস্কার করবে আমাদের এই সাজানো গোছানো ঘর।
ভাবতেই পারি তাহলে রবীন্দ্রনাথ হোক
কিন্তু আর তো সে রকম কিছু লেখার নেই
তবে কি আর লিখবে?
তাহলে?


মহাপুরুষেরা যে যার কাজে দিকপাল আদর্শ
আমি অথবা আমার ছেলেমেয়ে
আমাদের মত জগৎ দেখি
জগতের সাথে চলতে চলতে
চলতে শিখি।