আমি একা
-------
ওই হেঁটে যায় আমি একা
জীবনের শব্দপূরণ ছকে আঁকা,
পাত তুলে দিয়েছি সমুদ্র মৌতাত
বিদ্রোহ কাটছে ঘর, আমাকে চেনে না।
তাই প্রতিদিন আমার বেঁচে থাকা পুষ্পরেণু
পৃথিবীর বুকে স্বপ্ন এবং বাস্তব হয়ে যায়।



শুধু তুমি
------
কোথাও যেতে ইচ্ছে করে না
মনে হয় ঘরে থেকে শুধু কর্মের ধ্যান করি,
এখানেই গোলাপ ফোটাই আর পদ্মরাগ হয়ে যাই।
আমার ঘরে যে তুমি আছো
শুধু তুমি।